বেলকুচিতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সন্ত্রাসী খুনি সাদিয়ানিদের হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত বেলকুচির রাজপথ, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সন্ত্রাসী খুনি সাদিয়ানিদের বর্বরোচিত হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেলকুচি উপজেলা উলামা পরিষদ।

শনিবার দুপুরে ২৮শে ডিসেম্বর বেলকুচি বাহেলা আমান জামে মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে মুকন্দগাঁতী চালা বাসস্ট্যান্ড বেলকুচি থানার সামনে দিয়ে মিছিল করে চালা কাঠেরপুল গিয়ে মিছিলটি শেষ হয়, সেখানে ৪ দফা দাবি পেশ করে বক্তব্য রাখেন বেলকুচি উলামা পরিষদের সদস্যরা।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, উলামা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল আলিম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাওলানা ছানোয়ার হোসেন ও আলহাজ্ব মাওলনা নূরুল ইসলাম সহ আরও অনেকে।

বক্তব্যে বলেন ১৮ ডিসেম্বর বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে কাজ করতে যায় তাবলিগের বিভিন্ন পর্যায়ের সাথী ও ওলামায়ে কেরাম, দিনে কাজ শেষে রাতে কেউ ঘুমিয়ে যায় আবার কেউ ইবাদাতে নিমগ্ন হয়, এমন সময় গভীর রাত সাড়ে তিনটায় এসব মানুষের উপর রামদা ছুরিসহ বিভিন্ন রকম দেশী বিদেশি ধারালো অস্র নিয়ে নৃশংস ভাবে হামলা করে দিল্লির মৌলভী সা’দ এর অনুসারী সন্ত্রাসী ও উগ্র এতাআতী গোষ্ঠী।
আরও বলেন যারা রাতের অন্ধকারে অন্যায়ভাবে নিরহ মানুষদের হত্যা করতে পারে তারা কখনো তাবলিগের কর্মী হতে পারেনা, তাই কাদিয়ানী কাফের আর সাদিয়ানিকে মুনাফেক বলে বক্তব্য রাখেন তারা। এদের অতিদ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ফাঁসি দাবি জানান বেলকুচি উপজেলা উলামা পরিষদের সদস্যরা। বিক্ষোভ মিছিলে কয়েক হাজার উলামা পরিষদের নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়, পরে মোনাজাতের মধ্যদিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত ঘোষনা করা হয়।