বেলকুচি ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলেন উপজেলা আইসিটি কর্মকর্তা ইমান আলী

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ই আগষ্ট সাবেক সরকার শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ করার পরথেকে দেশের উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধি কেউ দেশ ছেড়েছেন আবার কেউ দেশেই আত্মগোপনে চলে গেছেন। এতে সাধারণ জনগনকে পরতে হয় ভোগান্তিতে আর এই ভোগান্তি নিরাময়ের জন্য জেলা প্রশাসকের পক্ষথেকে প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ৫ই আগষ্টের পরথেকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এতে চেয়ারম্যান এর পদ শূন্য থাকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের দায়িত্ব পেলেন বেলকুচি উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমান আলী।

সোমবার সকালে ২রা ডিসেম্বর প্রথম কার্যদিবস হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
নবনিযুক্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত ইমান আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যরা।
পরে চেয়ারম্যানের দায়িত্ব প্রাপ্ত আইসিটি কর্মকর্তা ইমান আলী সকল ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় অনুষ্ঠানে ইউপি সদস্যরা তাদের পরিচয় পর্ব শেষে পরিষদের কার্যক্রমে বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শাহিন মোল্লা, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের তালুকদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ এলিনা খাতুন, মোছাঃ জেসমিন বেগম, ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন, বাবলু প্রামানিক, শাহ আলম মন্ডল, আবু ইলিয়াস, আব্দুল বাতেন, রাজ্জাক খান, আবু ছাইদ সরকার, নূরুন্নবী সহ ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।