মির্জাপুরে ৬টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন,জরিমানা ২৪ লক্ষ

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৪

 

মো. বাদল হোসেন
মির্জাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ৬টি ইটভাটা অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বহুরিয়া ও গোড়াই এলাকায় পৃথকভাবে অভিযান চলে। অভিযানকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক,পুলিশ,সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস সদস্যরা।এ সময় ৬টি অবৈধ ইটভাটা ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয় এবং প্রত্যেক ইটভাটা মালিককে ৪ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।সেইসাথে অনির্দিষ্টকালের জন্য ইট প্রস্তুত বন্ধ ঘোষণা করা হয়। ইটভাটাগুলো হলো- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মেসার্স এইচইউবি, এমএসবি, বাটা ও আরবিসি এবং গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের বিএন্ডবি ও দেওহাটা এলাকার সনি ব্রিকস।
জানা যায়,গত বছর গুলোতে উপজেলায় বৈধ-অবৈধ ১০৭টি ইটভাটা ছিলো।চলতি বছরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই তিন ফসলি জমিতে আরও ৭টি ইটভাটায় ইট প্রস্তুত কার্যক্রম চলছিলো।বিভিন্ন অনলাইন ও পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর অভিযান চালান পরিবেশ অধিদপ্তর।

টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুুদুল হক বলেন, মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে দেয়া হয় এবং ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।সেইসাথে অনির্দিষ্টকালের জন্য ইট প্রস্তুত বন্ধ ঘোষণা করা হয়।