শ্রীপুরে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত-১ ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪ শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি. গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস্ নামক বাটন তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর দেড়টার সময় উপজেলার ভাংনাহাটি গ্রামের মোল্লা পাড়া এলাকার ওই কারখানার ওয়েস্টিজ গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুনে কারখানার ওয়েস্টিজ গুদাম সহ তিনটি ভবন পুড়ে যায়। কারখানার দুই কর্মকর্তা সহ অন্তত্য আটজন আহত হয়। ধ্বংসস্তুপ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আগুনে কারখানার ক্যামিকেলের ড্রাম বিকট শব্দে ব্রাস্ট হয়। এতে কারখানার সেডের টিন,প্লাস্টিকের টুকরা আশ পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। আতংকিত হয়ে স্থানীয়রা বাসা বাড়ি ছেড়ে বাইরে বেড়িয়ে আসে। খবর পেয়ে ফায়ার সাভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তাৎক্ষনিক ভাবে জানা আহতরা হলেন কারখানার এজিএম জাকির হোসেন, ম্যানেজার অ.রহমান, শ্রমিক রাকিবুল হাসান ও খোকন। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন জানান, শ্রীপুর ফায়ার স্টেশনে দুপুর একটা চল্লিশ মিনিটে প্রথম খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত সময়ে সাতটি ইউনিট ঘটনা স্থলে পাঠাই। একটা ছাপ্পান্ন মিনিটে প্রথম ইউনিট কাজ শুরু করে। যানজটের কারণে পৌছতে কিছুটা সময় লাগে। বিকেল সোয়া চারটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। একটি ওয়েস্টিজ গুদাম থেকে বিষ্ফোরণে আগুনের সূত্র পাতা। এসে শুনেছি কয়েকজন আহত হয়েছে। থেমে থেমে বিষ্ফোরণ হচ্ছিলো। তাই অভিযান বাধা গ্রস্থ হয়। আমরা প্রথমেই জান মালের ক্ষতি কমাতে অভিযান চালাই। একটি সেডে ১২০টির মতো কেমিকেলের ড্রাম ছিলো। এগুলো নিরাপদে উদ্ধার করা হয়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। এখন ড্রামপিং চলছে। মাঠে থাকা ড্রাম গুলো শিতল করতে হবে। এ পর্যন্ত এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুরো ধ্বংসস্তুপ তল্লাশি করে জানা যাবে আরো মরদেহ আছেকিনা। ক্ষয় ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে পরে জানা যাবে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কালো ধূঁয়ায় আকাশ ছেয়ে গেছে। ধূঁয়ার আড়ালে সূর্য ডাকা পরেছে। বিকট শব্দে ব্রাষ্ট হচ্ছে কেমিকেলের ড্রাম। কারখানার সীমানা দেয়ালের বাইরে ছড়িয়ে পড়ছে অগ্নি যুক্ত ড্রামের টুকরা। পাশের আবাসিব এলাকবার বাসিন্দার ভয়ে ঘর থেকে মালামাল নিরাপদে সড়িয়ে নিচ্ছে। হাজার হাজার আতংকিত মানুষ দাড়িয়ে আছে। কারখানার সিট কাটিং সেকশনের কর্মরত সম্রাট জানান, দুপুর দেড়টার সময় আমি জিএম স্যারের কক্ষে কথা বলছিলাম। হঠাত বিকট শব্ধ শুনি। দৌড়ে বাহিরে এসে দেখি ওয়েস্টেজ গুদামে আগুন। কারখানার এ জি এম জাকির হোসেন,ম্যানেজার আ.রহমান সহ আরো চার পাঁচ জনকে আহত অবস্থায় দেখতে পাই। আমরা ফায়ার এলার্ট দেই। ফায়ার সার্ভিসে খবর দেই। কারখানার এক ব্যবসায়ী মশিউর রহমান বলেন, আমি বিল নিতে এসে ছিলাম। দেড়াটার দিকে বিকট শব্দ শুনে আতকে উঠি। এ সময় এক জনকে ঝলশানো অবস্থায় নিয়ে জেতে দেখেছি। অপর সোলায় মান জানা, আহত রাকিবুল ও খোকন নামের দুই জনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিতে দেখেছি। স্থানীয়রা জানান, কারখানায় চার থেকে পাঁচ শত শ্রমিক কাজ করে। ওই সময় লাঞ্চের বিরতি ছিলো। কর্মরতরা প্রায় সবাই বাহিরে ছিলো। হঠৎ বিকট শব্দে আগুন লাগে। ড্রাম ব্রষ্ট হয়ে আশ পাশে টুকরা ছড়িয়ে পড়ে। আমরা আতংকিত হয়ে বাড়ি ঘর থেকে মাল পত্র সড়িয়ে নিতে থাকি। কারখানার সিনিয়র ফায়া সেফটি অফিসার মো. অলিউরøাহ্ জানান, দুপরে লাঞ্চ বিরতি চলছিলো। দেড়টার সময় হঠাত বিকট শব্দে অঅগুন লাগে। অঅমাদের কেউ হতাহত হয়নি। এক জন নিহত হয়েছে। তিনি দৈনিক ভিত্তিতে শ্রমিকের কাজ করেন। আগুনের কারণ ও ক্ষয় ক্ষতির পরিমান এ মুহুর্তে বলা যাবেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার সজিব আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। আগুনের কারণ ও ক্ষতির পরিমান তদন্ত শেষে জানাযাবে। এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: