সাংবাদিক এটিএম তোরাব হত্যা মামলার আসামি সিলেট এসএমপি এডিসি গোলাম কাউসার দোস্তগির গ্রেফতার ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪ সিলেট জেলা প্রতিনিধি নিয়াজ খান চলিত বছরের ১৯ জুলাই সিলেট বন্দরবাজার কারেকটার মসজিদের সামনে পুলিশের গুলিতে গুরুত্ব আহত হন সাংবাদিক এটিএম তোরাব ঐদিন সিলেটের ইবনে সিনা হাসপাতালে মৃত্যু হয় সদ্য বিবাহিত তুরাব দৈনিক নয়া দিগন্ত সিলেট বিভাগীয় ব্যারো দৈনিক জালালাবাদ স্টাফ রিপোর্টার ছিলেন নিহতের এক মাস পর ১৯ আগস্ট নিহতের ভাই অতিরিক্ত চিপ মেট্রোপলিটন মাজেস্টিজ আদালতে মামলা দায়ের করেন আসামী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কে প্রাধান করে পুলিশ কর্মকর্তা সহ ১৮-রোজনের নাম উল্লেখ কর অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামী করা হয় ১৮ই ডিসেম্বর মৌলভীবাজার শেরপুর এলাকা থেকে সাংবাদিক তোরাব হত্যা মামলার আসামি সিলেট এসএমপির পুলিশের অতিরিক্ত কমিশনার এডিসি গোলাম কাউসার দোস্তদেরকে পুলিশ ব্যারো অব ইনভেস্টিগেশন পিবিআই বুধবার বিকালে শেরপুর সদর থানায় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সিলেটের পুলিশ সুপার আখতারুজ্জামান গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন তিনি জানান বৃহস্পতিবার বিকালে সাংবাদিক তোরাব হত্যা মামলার আসামিকে আদালতে তোলা হবে এ নিয়ে সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি দুজনকে গ্রেফতার করা হয়েছে পিবিআই এর আগে ১৮ নভেম্বর মামলার উন্নতম আসামী পুলিশ কনস্টেবল উজ্জল সিংহাকে পিবিআই Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: