সিরাজগঞ্জে সায়দাবাদ বেলকুচি এনায়েতপুর সাথিয়া মাধবপুর হাইওয়ে সড়ক আমিরুল ইসলাম খাঁন আলিমের প্রচেষ্টায় সাক্ষরিত অনুমোদন,

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৪

 

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ-০৫ বেলকুচি,চৌহালী ও এনায়েতপুরের গণমানুষের নেতা কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলীমের সার্বিক উদ্যোগ ও প্রচেষ্টায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ থেকে বেলকুচি এনায়েতপুর-কৈজুরী-চর বর্ণিয়া-বেড়া – সাথিয়া – মাধবপুর (পাবনা) হাইওয়ে সড়কের কাজের প্রকল্প অনুমোদন হয়েছে। অনতিবিলম্বে শীঘ্রই শুরু হবে এই প্রকল্পের কাজ। এতে নিঃস্বাস ফেলতে পারবে দৈনন্দিন অশান্তিতে থাকা বেলকুচির মুকন্দগাঁতী সহ বিভিন্ন এলাকার যানজট এলাকা সমুহ, সিরাজগঞ্জ পাবনার ঐতিহ্যবাহী তাঁতশিল্প দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের প্রসার সিরাজগঞ্জ পাবনা সড়ক যোগাযোগ তথা ঢাকা- পাবনা দুরত্ব প্রায় ৩৬.০০ কিলোমিটার হ্রাস এবং দেশের দক্ষিণ পশ্চিমগামী জেলা সমুহের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প অনুমোদন বাস্তবায়ন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তা অবহেলিত অবস্থায় থাকায় জনগণের পোহাতে হচ্ছে ভোগান্তি, যানজট ও প্রতিনিয়তই হচ্ছে দুর্ঘটনা, এই প্রকল্প বাস্তবায়নে বেলকুচি এনায়েতপুর ও চৌহালীর মানুষ দেখবে উন্নয়নের পথ, যা দীর্ঘ ১৬ বছরে আওয়ামী লীগের শাসনামলে সম্ভব হয়নি, এখন আমিরুল ইসলাম খাঁন আলিম এর সার্বিক প্রচেষ্টায় সফল হতে চলেছে, অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের পাশাপাশি দেশ ও জনগণের উন্নয়নের উদ্যেগ নিয়েছে এই প্রকল্প তার বাস্তব প্রমাণ।
এই প্রকল্প বেলকুচি-এনায়েতপুরের অর্থনৈতিক উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্প বাস্তবায়নে বেলকুচি এনায়েতপুর
কৈজুরী-চর বর্ণিয়া-বেড়া – সাথিয়া – মাধবপুর (পাবনা) জেলার সাধারণ জনগনের ভোগান্তি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাস্তার অনুমোদন পেপারস ফেসবুকে দেখে সাধারণ জনগন হাস্যজ্জল মূখে আলোচনায় একে অপরকে বলতে শোনা যায়, এই আসনে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী হয়েছে তারা এই কাজ করতে পারেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের দুঃখ কষ্ট বুঝার চেষ্টা করেনি, তারা শুধু হিংসার রাজনীতি করতো নিজ দলের মধ্যে হাঙ্গাদাঙ্গা চালিয়ে রক্তপাত ঘটাতো, মুকন্দগাঁতী সবসময় জানজটের কারনে চলাফেরায় কষ্ট হতো এটা দেখেও তাদের কোন পদক্ষেপ ছিলনা, স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ করার পর থেকে বেলকুচিতে আর কোন বড় ধরনের বিশৃঙ্খলা সংঘর্ষ দেখা যায়নি, সারা দেশের ন্যায় বেলকুচির মানুষ এখন শান্তিতে আছে, বিএনপি সরকার ক্ষমতায় আসে নাই তারপরও বিএনপি নেতা আমিরুল ইসলাম খাঁন আলিম সিরাজগঞ্জ ৫ আসনে জনগণের ভোগান্তির কথা ভেবে এরকম উন্নয়নের পদক্ষেপ নিয়েছে, জনগণের জন্য এরকম নেতাই দরকার, এই সকল নেতা জনগণের সেবা করার সুযোগ পেলে জনগণের অনেক উন্নয়ন হবে বলে ব্যাক্ত করেন।

এই প্রকল্প অনুমোদন বাস্তবায়ন বিষয়ে সিরাজগঞ্জ -৫ আসনে ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রাপ্ত এমনকি এনায়েতপুর জনসমাবেশ কনফারেন্সে তারেক রহমানের ফেসবুক ভিডিও লাইভে প্রমানিত আগামীতেও সিরাজগঞ্জ -৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচন করবে কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিমের নিকট জানতে চাইলে তিনি জানান, গত নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়ে নির্বাচন করেছি, বেলকুচির এনায়েতপুর ও চৌহালী মানুষের কি সুবিধা ও অসুবিধা রয়েছে সে বিষয়ে লক্ষ্য করেছি, রাস্তার এই বেহাল অবস্থা দেখে তখনি আমি জনগনের কাছে ওয়াদা করেছিলাম আপনারা আমাকে যদি আপনাদের সেবা করার সুযোগ দেন তাহলে সর্ব প্রথম এই রাস্তার উন্নয়ন করবো আর এরই ধারাবাহিকতায় সার্বিক উদ্যেগ ও প্রচেষ্টায় এই প্রকল্প অনুমোদন বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে, শুধু এই প্রকল্পই নয় এরকম উন্নয়ন কাজের চিত্র ধারাবাহিক থাকবে বলে জানান তিনি।