সোনাইমুড়ীতে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের ঘোষণা

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

 

ইয়াছিন শরীফ অনিক,
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাতে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে ঘোষণা আসে মাদক ব্যবসায়ী ও জুয়াড়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সোনাইমুড়ী থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন মিয়াপুর-রাজিবপুর গ্রামবাসীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মিয়াপুর-রাজিবপুর গ্রামবাসীর পক্ষ থেকে এই স্লোগান সামনে রেখে “আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদক ও জুয়াকে না বলি” সচেতন মহলের পক্ষ থেকে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মিয়াপুর-রাজিবপুর খালপাড়ে।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েকদিন পূর্বে মিয়াপুর খালপাড় এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করে সোনাইমুড়ী থানা পুলিশ। পরে মূল মাদকব্যবসায়ীদের গ্রেফতার না করে নিরাপরাধ ব্যক্তিদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। রাজিবপুর-মিয়াপুর গ্রামে কারা মাদক ব্যবসা করে, কারা মাদক বহন করে, কারা মাদক সেবন করে, বক্তারা আরো বলেন ৪নং বারগাঁও ইউনিয়নের কোন কোন স্হানে মাদকের ঝুঁকিপূর্ণ ব্যবসার আকড়া তৈরি হয়েছে এবং সেবনকারীদের আড্ডা স্থান চিন্তিত করে এসব ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে হবে। যদি থানা পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে। থানার সামনে মানববন্ধন করা হবে। থানার সামনে অবস্থান নেওয়া হবে। আর তাতেও কাজ না হলে গ্রামবাসী থানা ঘেরাও করতে বাধ্য হবে।

এলাকাবাসী বক্তব্যে আরো বলেন, বেশ কিছুদিন থেকে গ্রামে চোরদের উপদ্রব বেড়ে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে মাদক ও জুয়া। মাদকসেবী ও জুয়াড়ীরা টাকা জোগাড় করতে চুরি-ডাকাতিতে যুক্ত হচ্ছে। এলাকার মাদকব্যবসায়ীরা যুবকদের ধ্বংস করছে। যদি মাদকব্যবসায়ীদের আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা সম্ভব না হয় তাহলে যুবসমাজকে জুয়া-মাদকের থাবা থেকে বাঁচানো সম্ভব নয়।

মাদক ব্যবসায়ী, মাদক সেবন ও জুয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজিবপুর ও মিয়াপুর গ্রামের কয়েক’শো মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।