হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ঢাকার টাইম ঢাকার টাইম প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪ আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহবায়ক হুসাইন মুহাম্মদ মোবারকের সভাপত্বিত্বে ও মাহাবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব এ টি এম আশরাফুল ইসলাম হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কছিমউদ্দীন জোয়াদ্দার।অনুষ্ঠানে প্রধান অতিথি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।অত্র প্রেসক্লাবের ৯টি পদের বিপরীতে ১১ টি মনোনয়নপত্র উত্তোলন হয়। তার মধ্যে দুই জন প্রতিদন্দী মনোনয়ন প্রত্যাহার করায় অন্যান্য প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা করা হয়। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে,দৈনিক বাংলার নবকন্ঠের প্রতিনিধি হুসাইন মোহাম্মাদ মোবারক,সাধারন সম্পাদক পদে, গণধ্বনী প্রতিদিনের মাহাবুর রহমান মনি,সহ-সভাপতি পদে প্রতিদিনের রাজশাহীর সাইফুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক পদে দৈনিক জবাবদিহির মিঠু সরকার,সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক গণমুক্তির সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মুভিবাংলা টেলিভিশনের আল আমিন স্বাধীন,দপ্তর সম্পাদক পদে সোনালী সময়ের রায়হান সরকার,সহ-দপ্তর সম্পাদক পদে মর্নিং পোস্টের আশিক খাঁ,কোষাধ্যক্ষ পদে দৈনিক বাংলার অপরাধ কন্ঠের আলমগীর হোসেন নির্বাচিত হন।এছাড়াও হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, সাবেক বাগমারা উপজেলা চেয়ারম্যান, ডিএম জিয়াউর রহমান জিয়া,বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কামরুজ্জামান হারুন,গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির, হাটগাঙ্গো ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, আ:মজিদ প্রাং, প্রভাষক মাওলানা মোঃ বাবুল হোসাইন, আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম শাফি,শুভডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন,আউচপাড়া ইউপি জামায়াতে ইসলামীর আমীর, আল-আমীন হোসেন। Post Views: 0 SHARES সারা বাংলা বিষয়: