Md Md

Badsha

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৪

শৈলকুপায় অতর্কিত হামলায় বাদশা মোল্লা নিহত

এম বাদশা মিয়া ঝিনাইদহ 
ঝিনাইদহের শৈলকুপায় অতর্কিত হামলায় বাদশা মোল্লা (৪০) নিহত হয়েছে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় গত ৬ ডিসেম্বর সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের দীঘল গ্রামে মাঠে কাজ করার সময় কতিপয় সন্ত্রাসী অতর্কিত আক্রমণ চালিয়ে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রায়হান মোল্লার ছেলে বাদশা মেল্লাকে আহত করে। আহত বাদশাকে উদ্ধার করে স্থানীয়রা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। পরে এ ঘটনায় বিবদমান দুগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে আরও ৫ জন মারাত্মক আহত হয়। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মারাত্মক আহত বাদশাকে ঐদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় ৯ ডিসেম্বর সোমবার সকালে আহত বাদশার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।