Md Md Badsha প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪ প্রথম হাতেখড়ি সাতগাছী সরকারী স্কুল অফিস ডেস্ক : শৈলকুপা সাতগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল জীবন শুরু। আমাদের গ্রামে কোনো স্কুল না থাকাই আমরা এই স্কুলে গিয়ে পড়াশোনা করেছি।আমাদের গ্রাম থেকে পাশের গ্রামের স্কুল খুব বেশি দূরত্ব ছিল না হেটে গেলে ৫,৭ মিনিট সময় লাগতো।পাড়ার ছেলে মেয়েরা এক সাথে দল বেধে স্কুলে যেতাম।স্কুলে যাবার পর ক্লাসে বসে হইহুল্লোই মেতে থাকতাম স্যার না আসা পযন্ত।টিফিনের পর ছেলে মেয়েরা নানান ধরনের খেলাই মেতে থাকতাম যেমন ফুলবল,কিত কিত,কেউ বা পাচ গুটি।ছোট বেলার কথা বার বার সব সময় মনে পরে। মাঝে মধ্যে মনে হয় আমি যদি আবার ছোট বেলা ফিরে পেতাম তাহলে হয়তো আনন্দ ফুর্তি করে জীবন টা পার করতে পারতাম।তখন ছিল না কোন টাকার নেশা,ছিল না কোনো পিছুটান, ছিল না কোনো ভবিষ্যৎ নিয়ে এতো চিন্তা চেতনা।স্কুল জীবন টা অনেক মিস করি। ছোট বেলাই মাঝে মধ্যে নানান ধরনের অভিনয় করতাম স্কুলে না যাওয়ার জন্য।বিশেষ করে বৃষ্টির দিন শীত কাল এলেই অভিনয় শুরু।প্রাথমিক বিদ্যালয়ের অনেক বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়নি ২৪ বছরের মতো জানি না সেই চেনা জানা মুখ গুলো আবার দেখতে পাবো কিনা।কিছু বন্ধু এবং বান্ধবী ফেসবুকে আমার সাথে এড আছে।অনেক বান্ধবীর বিয়ে হয়ে গিয়েছিল ছোট বেলাই এখন ওরা হয়তো দাদি নানি হয়ে গিয়েছে।ওদের সাথে আর ইচ্ছে করলেও দেখা করা সম্ভব নয় কারন কার কোথায় বিয়ে হয়েছে কেউ ঠিক মতো জানি না। তার পর ও বড় কথা এখন আমরা সবাই যার যার মতো অনেক ব্যস্ত জীবন পার করছি।যে যেখানেই থাকুক আল্লাহ জেনো সকলের ভালো রাখে এই কামনায় করি। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: