Md Md

Badsha

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

শৈলকূপায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

এম বাদশা শৈলকূপা ঝিনাইদহ
 ঝিনাইদহের শৈলকূপায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিন জাতীয় জীবনে এক অবিস্মরণীয় গৌরবময় দিবস।
দীর্ঘ নয় মাসের সীমাহীন ত্যাগ ও অসীম বীরত্বগাঁথাই অর্জিত বাঙালির এই মহান বিজয়। বিজয়ের এই দিনে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য আত্মোৎসর্গকারী সকল বীর শহীদ, মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা- বোন, যাঁদের মহান আত্মত্যাগের বিনিময়ে জন্ম হয়েছে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাঁদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে পুষ্প্রস্তবক অর্পণ করা হয়।
আজ ১৬ই ডিসেম্বর (সোমবার) শৈলকূপা  উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪, উদযাপন করা হয়েছে।মহান বিজয় দিবস উপলক্ষে, উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও উপজেলা চত্বরে মেলার আয়োজন করা হয়।১৬ই ডিসেম্বর” মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যোদয় শীতের কুয়া সাথে সাথে শহীদ বেদীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন,পুস্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস,উপজেলা সহকারীভূমি কর্মকর্তা এস এম সিরাজুল
সালিম(এসিল্যান্ড), শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুম খান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , মুক্তিযোদ্ধা সংসদ, শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির, শৈলকূপা প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব,সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী বৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেছেন। এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক,  উপজেলাস্থ বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিকসহ স্থানীয় সুশীল সমাজের সুধীজন উপস্থিত ছিলেন।উল্লেখ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগণের সংর্বধনা।  উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।এসময় বিজয় মেলায় বীর মুক্তিযোদ্ধাদের
পিঠা খাওয়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস।