Md Md

Badsha

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪

শৈলকুপায় প্রতিষ্ঠা বার্ষিকীতে শীতার্তদের পাশে তারুণ্যের দিশারী

এম বাদশা মিয়া ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপার অরাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের দিশারী তাদের প্রতিষ্ঠার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেরার শেখপাড়া বাজারে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে দিনটি শুরু হয়। পরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. খয়বর হোসেন। পরিচালনা করেন সংগঠনের সভাপতি মো. মিশুক হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা মো. আবুল কাশেম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সপার্ট এগ্রিকেয়ার ইমপোর্ট এন্ড এক্সপোর্ট লিমিটেডের আরএম শ্রী উৎপল কান্তি দে, কুষ্টিয়া জেলা মার্কেটিং অফিসার শাহজাহান শিশির, উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সভাপতি কে এম শরীফ, এবং বেণীপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বাচ্চু।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিশুক হাসান বলেন, “আমাদের সংগঠন পরিচালিত হয় ছাত্রদের দ্বারা। আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”সাধারণ সম্পাদক সজল কুমার বিশ্বাস জানান, “দুই বছরে আমরা ৫০০ জন মুমূর্ষু রোগীকে রক্তদান করেছি এবং অসহায় ছাত্রদের শিক্ষা সামগ্রী ও মাসিক খাদ্য সহায়তা দিয়েছি। এ কার্যক্রম ভবিষ্যতেও চলবে।