Md Md Badsha প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪ শৈলকুপায় ব্যতিক্রম আলো ছড়াচ্ছে ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় সুদীর্ঘ বছর শিক্ষার আলো ছড়াতে যুগোপযোগী পরিচ্ছন্ন শিক্ষাচিন্তা বিকাশে কাজ করছে ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা জুড়ে এ ফাউন্ডেশনের স্কলারগণ ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। ৩য় শ্রেণী সমমানের শিক্ষার্থীরা যথাযথ নিয়ম মেনে এ পরিক্ষায় অংশ গ্রহণ করে। ফাউন্ডেশনের সদস্য সচিব স্বপন বাগচী জানান, ২০০৮ সালের ১৫ মার্চ বিশিষ্ট শিক্ষাবিদ ড. ওয়ালিউজ্জামান প্রয়াত হন। তাঁর পারিবারিক আত্মীয় পরিজনের পক্ষে ভাগ্নে সমাজসেবক উদীচী’র জেলা সভাপতি কে.এম শরীফ এর তত্ত্বাবধানে ২০০৯ সাল থেকে এ ফাউন্ডেশন অত্যন্ত শৃঙ্খলার সাথে সুনিপুণভাবে পরিক্ষা গ্রহণ, ফলাফল ঘোষনা ও জমকালো আয়োজনে স্কলারদের মাঝে বৃত্তিপ্রদান করে থাকেন। প্রতিবছর শত শত শিক্ষার্থী এবং অভিভাবক সুধীমহলের পদভারে মুখরিত হয় ২৫ ডিসেম্বর শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ পরিক্ষা কেন্দ্র। নিয়ম অনুযায়ী ১৫ মার্চ স্কলাদের বৃত্তি প্রদান করা হয়। এবছর ৫২৪ জন পরিক্ষায় অংশগ্রহণ করেছে, এরমধ্যে ৫ জনকে ট্যালেন্টপুল ৪৫ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। ফাউন্ডেশনের সভাপতি ড. শামছুল আলম (জ্বালানী বিশেষজ্ঞ) শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর অরন্য স্বপন বাগছী, প্রফেসর ওহাব , মওলানা আশরাফ আলী ফারুকী সহ দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও গুনী সুধিজন পরিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষ সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: