Md Md Badsha প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪ শৈলকূপায় বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপার বালিয়াডাঙ্গা বিএসডি ক্লাব এন্ড পাঠাগারের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল ২৫ ডিসেম্বর। একটি গ্রামীণ পাঠাগার ঘিরে পুরো গ্রামে বুধবার ছিল উৎসবের আমেজ। শহর থেকে চাকুরিজীবী, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা কয়েকদিন আগেই গ্রামে ফিরে এসেছে। আত্মীয়, স্বজন এসেছিল উৎসব উপলক্ষে। প্রত্যেক বাড়িতেই পিঠা পায়েস সহ নানা আয়োজন ছিল চোখে পড়ার মতো। পাঠাগারের পাশে আমবাগানে বসেছিল গ্রামীণ মেলা, দোকানিরা চুড়ি, খেলনা, শীতের পোশাক, বেলুন বাঁশি, রংবেরঙের তৈজসপত্র, চটপটি, ফুসকার পসরা সাজিয়ে বসেছিলো আমবাগানে। গ্রামের ছেলে মেয়ে বউ ঝিয়েরা দুপুর থেকে গভীর রাত অবধি কেনাকাটায় ব্যস্ত ছিল। এর আগে সকালে জাতীয় সংগীত এর মধ্যে দিয়ে শুরু হয় দিনের কর্মসূচী। বাগানের এক পাশে ফাকা স্থানে শিশু কিশোর, আটপৌরে বউ ঝিয়েদের জন্য আয়োজন করা হয় নানা রকম খেলাধুলা। বালিশ বদল, চেয়ার সিটিং, হাড়িভাঙা, শিশু কিশোরদের জন্য, লাফঝাপ,দৌড়, সাতার, ক্যারাম, ব্যাডমিন্টন, ক্রিকেটসহ নানান খেলাধুলার আয়োজন। এক পাশে বড় প্যান্ডেল করা হয়। সন্ধ্যা থেকে সারাদিনের খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পরে আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত। এ গ্রামে কোনো স্কুল কলেজ মাদ্রাসা নেই। আছে মাত্র একটি পাঠাগার। পাঠাগার ঘিরেই এসব আয়োজন। অনুষ্ঠানে পাঠাগারের উপদেষ্টা আকবর আলী মন্ডল এর সভাপতিত্বে এবং পাঠাগারের সভাপতি আলমগীর অরণ্যের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা পৌরসভার সাবেক মেয়র খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল ইসলাম আকুল, প্রকৌশলী ফারুক হোসেন, বিএনপি নেতা জামাল উদ্দীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাদিকুর রহমাম উটুল, পৌর যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগার এর সাধারণ সম্পাদক মতিউর রহমান, বালিয়াডাঙ্গা গ্রাম উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম জাহাঙ্গীর ও সভাপতি আবু জাহিদ হোসেন। আলোচনাসভা ও পুরস্কার বিতরণী শেষে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে হাজারো মানুষ। Post Views: 0 SHARES প্রচ্ছদ বিষয়: