Md Md Badsha প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪ শৈলকূপায় বিজিপিএস ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৯ ব্যাচের বন্ধুদের সংগঠন বিজিপিএস ৮৯ ফাউন্ডেশন কতৃক শিক্ষা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে২৭ ডিসেম্বর সকাল১০ টায় ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার সারুটিয়া ইউনিয়নের অধীন প্রাথমিক বিদ্যালয় সমূহের শতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বিগত বছরের ধারাবাহিকতায় ২০২৪ সালে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পায়। মূল্যায়ন শেষে সুবিধাজনক সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ ও মাসিক হারে ১২ মাসের বৃত্তির জন্য শিক্ষার্থী মনোনীত করা হবে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করে আসছে।ফাউন্ডেশন এর সভাপতি ফরহাদ হোসেন এফসিএ জানান বিগত বছরে আমরা প্রতি শ্রেণিতে ৩ জন করে মোট ৯ জন শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করে আসছিলাম। এবার ৯ জনের স্থলে ১৫ জন শিক্ষার্থী কে আমরা বৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর বলেন বিগত কয়েকবছর ধরে শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমাদের কার্যক্রম এলাকায় সাড়া ফেলেছে। নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে এ কার্যক্রম পরিচালনা করে থাকি। শুধু শিক্ষাবৃত্তি নয় বিজিপিএস ৮৯ ফাউন্ডেশন এলাকার আর্থ সামাজিক উন্নয়নে সার্বিক ভূমিকা রেখে চলেছে। এলাকাবাসীর সহযোগিতা পেলে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। Post Views: 1 SHARES প্রচ্ছদ বিষয়: