Md Md

Badsha

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

শৈলকুপায় বিএনপির নেতা আমজাদ হোসেনের মৃত্যুতে অ্যাটর্নী জেনারেলের শোক প্রকাশ

এম বাদশা মিয়া ঝিনাইদহঃ
শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন মৃত্যুবরণ করেছেন। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নিজ বাড়ি উপজেলার সাতগাছী গ্রামে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি শৈলকুপা থানা যুবদলের সাবেক সভাপতি, শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে অ্যাটর্নী জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সোশ্যাল মিডিয়ায় শোক বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার বাদ আসর শৈলকুপা কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয়।