বিএনপির নেতা আমজাদ হোসেনের কবর জিয়ারত করলেন অ্যাটর্নী জেনারেল

Md Md

Badsha

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

এম বাদশা মিয়া, ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকূপা উপজেলা বিএনপির প্রবীণ নেতা আমজাদ হোসেনের কবর জিয়ারত করলেন অ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান।রবিবার (২৯ ডিসেম্বর) সকালে অ্যাটর্নী জেনারেল আসাদুজ্জামান শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে প্রয়াত বিএনপি নেতা আমজাদ হোসেনের বাড়িতে যান। অ্যাটর্নী জেনারেল এর আসার সংবাদে বিপুল সংখ্যাক বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সেখানে জড়ো হয়। এ সময় অ্যাটর্নী জেনারেল প্রয়াত বিএনপি নেতা আমজাদ হোসেনের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের সমবেদনা জ্ঞাপন করেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত বিএনপি নেতা আমজাদ হোসেনের পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারত করেন।শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলার সাতগাছী গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।তিনি দীর্ঘদিন  শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।  প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।   তিনি  শৈলকুপা থানা  যুবদলের সাবেক সভাপতি, শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক,  উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে  দায়িত্ব পালন করেছেন।