-
বাগমারায় সবুজ হত্যা মামলার আসামী নওগাঁয় গ্রেপ্তার
নজরুল ইসলাম,গাজীপুর।
গাজীপুরে খোলা মাঠে মাটি চাপা অবস্থায় জীবিত এক দিনের নবজাতক উদ্ধার হয়েছে।উন্নত চিকিৎসার জন্য জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়।
সোমবার (১৪জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় এসপি গার্মেন্টস এর সাথে এটি খেলার মাঠে।
উদ্ধার কারি স্বপ্না বেগম জানন, দুপুর দুইটায় তার বাড়ির কাছে একটি মাঠে ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। তখন তারা হঠাৎ একটি বাচ্চার চিৎকার শুন্তে পায়।অনেক খুজাখুজির পরে এক মুরব্বী দেখতে পায় আগলা মাটির নিচ থেকে কান্নার শব্দ আসতেছে।মাটি সরিয়ে তারা দেখে নার কাটা ছাড়া একটি নবজাতক শিশু পরে রয়েছে।তখন মুরব্বী মাটি সরিয়ে বাচ্চাটিকে উঠিয়ে তার নার কাটে।অনেক লোকজন জরো হওয়াতে আমরাও সেখানে যাই।তখন আমার স্বামী বলে বাচ্চাটিকে খাওয়ানো উচিৎ।যেহেতু আমিও একজন ছোট বাচ্চার মা, তাই আমরা বাচ্চাটিকে বাড়িতে এনে পরিষ্কার করে আমার বুকের দুধ খাওয়াই। পরবর্তীকালে বাচ্চাটিকে মাওনা একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান,এইদিন দুপুর দুইটার সময়ে নার কাটা বিহীন উপুর করে মাটি চাপা দিয়ে কে বা কাহারা রেখে যায়।নাজমা নামে একটি মহিলার মাধ্যমে আমরা সংবাদ পাই।পরে শিশুটিকে তার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসি।থানায় আনার পরে সমাজ সেবা অফিসার মোবারক হোসেনের সাথে যোগাযোগ করে এই রাত সারে দশটায় তার পাঠানো প্রতিনিধির কাছে হস্তান্তর করি।শিশুটি পরিচয় জানার জন্য এবং ঘটনাটি কে বা করা ঘটিয়েছে সে বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।