গোতাশিয়ায় অনুষ্ঠিত হল “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ” বিষয়ক ইউনিয়ন কর্মশালা।

মোঃ কাউছার মিয়া।
‘প্রবাসীরাই দেশের মূল সম্পদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোতাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল বরকত (রবিন) সাহেবের সভাপতিত্বে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও ব্রাক (BRAC) এর ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাকের যৌথ অর্থায়নে ‘Improved Sustainable Reintegration of Bangladeshi Returnee Migrants-Prottasha ||’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গোতাশিয়া ইউনিয়ন পরিষদ এর হল রুমে অনুষ্ঠিত হল “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রিকরণ” বিষয়ক ইউনিয়ন কর্মশালা।
কর্মশালাটিতে ব্রাক ও ইউরোপীয় ইউনিয়ন এর পক্ষ থেকে জানানো হয় যে, তারা তাদের এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেন্স সার্ভিস প্রদান, অর্থনৈতিক পূনরেকত্রীকরনসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে কাজ করবে এবং এই কাজে গোতাশিয়া ইউনিয়নের সকলের নিজ নিজ অবস্থান থেকে স্বেচ্ছায় অংশগ্রহনের আহ্বান জানিয়েছে।
কর্মশালাটিতে গোতাশিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ ও সাবেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালাটিতে আরও উপস্থিত ছিলেন অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগন। তাছাড়াও এই প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যেও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন কর্মশালাটিতে।
উপস্থিত সকলেই ব্রাক ও ইউরোপীয় ইউনিয়নের প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ও নিজ নিজ মত প্রকাশ করেন এবং সকলেই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
কর্মশালাটির সভাপতি জনাব আবুল বরকত(রবিন) সাহেবের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালাটির আনুষ্ঠানিকতা শেষ হয়।
সমাপনী বক্তব্যে জনাব আবুল বরকত(রবিন) সাহেব বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী সময় (১৯৭২ সাল) হতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে স্যার, ফজলে হাসান আবেদ ও তাঁর প্রতিষ্ঠান ‘ব্রাক’ এর অবদান অস্বীকার্য। স্যার, ফজলে হাসান আবেদ এর প্রতিষ্ঠিত এনজিও ‘ব্রাক’ শুরু থেকেই মানুষের জন্য কাজ করে গেছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানটি কর্যক্রম আজ বাংলাদেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে কাজ করে যাচ্ছে।
তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও ব্রাক (BRAC) এর ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাকের যৌথ অর্থায়নে ‘Improved Sustainable Reintegration of Bangladeshi Returnee Migrants-Prottasha ||’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে আমি আমার ব্যক্তিগত অবস্থান সহ আমার পরিষদের সকলের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা থাকবে। ইনশাআল্লাহ, আমরা এই প্রকল্পটির সঠিকভাবে বাস্তবায়ন এর লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে এক সাথে কাজ করব।
Post Views: 8