Md Badsha
জানুয়ারি ২৩, ২০২৫
  • No Comments

    চ্যাম্পিয়ন হলেন শৈলকূপা বালিকা দল জাতীয় গোল্ডকাপ  টুর্নামেন্ট


     

    এম বাদশা মিয়া  ঝিনাইদহ প্রতিনিধিঃ

    তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় ঝিনাইদহ জেলার চ্যাম্পিয়ন হয়েছে শৈলকুপা বালিকা দল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ খেলায় কোটচাঁদপুর বালিকা দলকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শৈলকুপা। এই টুর্নামেন্টে সর্বোচ্চ দশ গোল এবং ফাইনাল পর্বে ৫ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লুফে নিয়েছেন শৈলকুপা দলের অধিনায়ক সমাপ্তী খাতুন। একই মাঠে সেরা গোলকিপার হিসেবে পুরস্কার অর্জন করেছেন লিয়া খাতুন।খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় জেলা-উপজেলার দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শৈলকুপা ফুটবল একাডেমির পরিচালক ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সাধন কুমার জানান, শৈলকুপা উপজেলা ফুটবল একাডেমির পুরুষ ও মহিলা দলের খেলোয়ারদের মধ্যে এবছর মহিলা দলের যোগ্যতা ও দক্ষতা প্রথম থেকেই প্রশংসনীয় ছিল। তাদের খেলার কৌশল এবং পরিচ্ছন্ন শৃঙ্খলায় কানায় কানায় পূর্ণ দর্শক গ্যালালিকে মুগ্ধ করেছে। আশা করি আগামীতে শৈলকুপার এ মহিলা দল জাতীয় পর্যায়ে অসাধারণ প্রতিভার পরিচয় দেবে। ফুটবল অঙ্গনে শৈলকুপার মুখ উজ্জল হবে।এদিকে জেলা চ্যাম্পিন হওয়ার গৌরব অর্জন করায় শৈলকুপার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

    Comments are closed.