Md Badsha
জানুয়ারি ২৬, ২০২৫
  • No Comments

    ঝিনাইদহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ার্দারের দাফন সম্পন্ন

    এম বাদশা মিয়া ঝিনাইদহঃ ঝিনাইদহে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ার্দারের দাফন সম্পন্ন ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।রবিবার বাদ যোহর ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ার্দার ডেফল বাড়িয়া গ্রামের মরহুম আব্দুল গফুর জোয়ার্দারের ছেলে। তিনি ১৯৭১ সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৫ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সাল থেকে তিনি ঝিনাইদহ বারের সদস্য ছিলেন। সর্বশেষ ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শনিবার দিবাগত রাতে খুলনার আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রবিবার বাদ জোহর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট রাজিয়া আক্তার চৌধুরী তাকে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

    Comments are closed.