তানোরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

”নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে রাজশাহীর তানোরে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার(২জানুয়ারী)সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণার্ঢ্য ওয়াকাথন বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।পরে সম্মেলন কক্ষে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোঃ খায়রুল ইসলাম।সভার শুরুতে সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খান স্বাগত বক্তব্য দিয়ে বলেন,সমাজ সেবা অফিস থেকে কি ধরণের সেবাগুলো পাওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।এছাড়া কোন শিশুর যদি পিতা,মাতা কিংবা কোন অভিভাবক না থাকে তাকে সমাজ সেবা সেই শিশুর দেখভাল করে।তাই যে কোন ধরণের সেবা নিতে সরাসরি উপজেলা ভিত্তিক সমাজসেবা অফিসে গিয়ে সেই সেবা গ্রহণের বিষয়ে পরামর্শও প্রদান করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মাসতুরা আমিনা।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা(টিএইচও)বারনাস হাসদা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) প্রকৌশলী আল মামুন,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ,তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, মৎস্য কর্মকতা বাবুল হোসেন,খাদ্যকর্মকর্তা মলিউজ্জা মান,প্রাণীসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ডাক্তার সুমন মিয়া, তানোর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম ২টি পৌরসভা ও ৭টি ইউপির প্রতিনিধি,এবং বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক বৃন্দু,রাজনৈতিক ব্যক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে অসহায় অতি দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, সুদ মুক্ত ঋণদান,সুবর্ণ কাঠ,পুরস্কার বিতরণ করা হয়।