তানোরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র পালের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌরসভার পালপাড়ার বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র পাল বার্ধক্যজনিত কারণে শনিবার রাতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২বছর।বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র পালকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।শুক্রবার(৩ জানুয়ারি)সকালে নিজ বাড়ির প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃখায়রুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।এ সময় জাতীয় পতাকা দিয়ে মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।তানোর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।এক মিনিট নীরবতা পালন করা হয়।গার্ড অব অনার অনুষ্ঠানে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান মিজান সহ কয়জন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।