মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন তামাই দেলুয়াপাড়া তরুণদের উদ্যোগে আতসবাজি ফাটিয়ে আনন্দ উল্লাস ও উৎসব মুখর পরিবেশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুলেল শুভেচছা জানানো হয় সেই সাথে তাদের সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
শুক্রবার রাতে ১৭ই জানুয়ারি তামাই দেলুয়াপাড়া যুবকদের আয়োজনে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল্লাহ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন “জিয়া সাইবার ফোর্স” সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুবিটর।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, শরিরকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই, তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে মনোযোগী হয়ে সমাজে সচেতন মূলক কাজকর্ম করে এলাকায় অন্যায় দুর্নীতি রুখে দিতে হবে সেই সাথে তরুণদের মাদক থেকে দুরে থাকারও আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রাসেল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক এস এম রানা, বেলকুচি সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহবায়ক রিয়াদ রোনান, শ্রমিক দলের মনিরুজ্জামান পলাশ সহ অত্র গ্রামের ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় রোহান ব্যাডমিন্টন টুর্নামেন্ট বনাম ফাহিম ব্যাডমিন্টন টুর্নামেন্ট অংশ গ্রহণ করে, উক্ত খেলায় রোহান ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিজয়লাভ করে,
পরে বিজয়ী চ্যাম্পিয়ন আপ ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জাহাঙ্গীর আলম জুবিটর।