ঢাকার টাইম
জানুয়ারি ৩১, ২০২৫
  • No Comments

    নওগাঁ নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) এর বাসভবনে গুলি

     

    এম এ মান্নান

    স্টাফ রিপোর্টার নওগাঁ

    নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বাস বভনে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।বৃহস্পতিবার ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাস বভন লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিক ভাবে সেখানে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে রুমের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
    জেলা প্রশাসক আরো জানান, এরই মধ্যে বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     

    Comments are closed.