-
দুই সহদর কৃষকের বসতবাড়ি আগুন, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি
-
শৈলকুপায় তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সন্তান সুকান্ত কুমারের এমফিল কোর্স থেকে পিএইচডিতে কনভার্সন প্রোগ্রাম শনিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ওই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে “জব স্ট্রেস এন্ড জব সেটিসফেকশন অব প্রাইমারি স্কুলটিচার্স: এন এম্পেরিক্যাল স্টাডি” বিষয়ক গবেষণা পেপারটির সুপারভাইজার ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. ধনঞ্জয়কুমার এবং কো-সুপারভাইজার ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে অধ্যাপক ড. হাসিবুর রহমান। বিভিন্ন বিভাগের ডিন, চেয়ারম্যান, অধ্যাপক, সহযোগি অধ্যাপক, গবেষক ও ব্যবসা প্রশাসনসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।ওই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের ডিন অধ্যাপক ড. আমিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মুশফিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের পরিচালক অধ্যাপক ড. শামিম রেজা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন।আলোচকরা বলেন, যখন দেশের প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাদের বেতন-ভাতা, ছুটি, পদোন্নতি, বদলি, সামাজিক মর্যাদা ইত্যাদি নিয়ে মানসিক কষ্টে দিনাতিপাত করছেন, ঠিক সে মুহুর্তে সুকান্ত কুমারের গবেষণা পত্রটি শিক্ষকদের আর্থ-সামাজিক অবস্থা ও অবস্থানের উন্নয়ন এবং ভবিষ্যৎ নাগরিক শিশুশিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশে এবং নিবিড় পরিচর্যার ভেতর দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তুলতে যথেষ্ট সহায়ক হবে।