ঢাকার টাইম
জানুয়ারি ১৬, ২০২৫
  • No Comments

    বেগমগঞ্জ মিরালিপুর মুল্লুকশাহ দর্গা মেলা শুভ উদ্বোধন।

     

    সোনাইমুড়ি উপজেলা প্রতিনিঃ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিরালিপুর মুল্লুকশাহ দর্গা মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

    ১৬/০১/২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় ৬নং ওয়ার্ড মিরালিপুর গ্রামে উদ্বোধন করা হয়।
    এ মেলাটি দীর্ঘ ৮২ বছর যাবৎ যাকজমক ভাবে পালিত হয়ে আসছে
    উক্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন মেলা কমিটির সভাপতি শাহ নেওয়াজ শামিম,
    মেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, ৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়ন জামতের আমির মোঃ শামিম, মেলা কমিটির সদস্য ও ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন যুবদল ও মেলা কমিটির সদস্য মোঃ মঞ্জু, ওয়ার্ড বি এনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক,ওয়ার্ড বি এনপির সভাপতি মোঃ হারুন সহ এলাকার গন্যমান্যবেক্তি বৃন্দু উপস্থিত ছিলেন

    Comments are closed.