ঢাকার টাইম
জানুয়ারি ২৯, ২০২৫
  • No Comments

    ভাঙ্গায় ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানার পুলিশ ঃ

     

    মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
    ভাঙ্গায় ৯ কেজি গাঁজাসহ সোহেল শেখ(২৮) জুলহাস মুন্সি(২০)রমজান মুন্সি(২২) নামক তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

    মঙ্গলবার ২৮ জানুয়ারি ভাঙ্গা পৌরসভার  বিশ্বরোড টোল প্লাজার এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এ সময় এঁদের নিকট থেকে ৯ কেজি গাঁজা পাওয়া যায়।

    এদের বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা  উপজেলার বাংগাল কান্দা ইউনিয়নের ডাংগি গ্রামের  সামসেল শেখ,মিরাজ মুন্সি,হারুন মুন্সি,এদের পুত্র সন্তান। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছে।

    ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকছেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদক কারবারিকে আমরা আটক করি। এ সময় কার্টুনে মোড়ানো ৫টি প্যাকেট এর মধ্যে প্যাকেটে ২কেজি গাঁজা করে রয়েছে।এবং ছোট একটি প্যাকেটে ১ কেজি গাঁজা সহ মোট ৯ কেজি গাঁজা তাদের নিকট পাওয়া যায়।

    Comments are closed.