ঢাকার টাইম
জানুয়ারি ১৮, ২০২৫
  • No Comments

    ভেড়ামারায় অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

     

    জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া)

    কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাই কালে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন ও ১ টি বিদেশি চাকু উদ্ধার করা হয়েছে।

    শুক্রবার (১৭ই জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভেড়ামারা-প্রাগপুর রোডের হাওয়াখালি নামক জায়গা থেকে তাদের আটক করা হয়। আটক দুইজন হলেন- দৌলতপুরের বাহিরমাদী এলাকার গোলাম নবীর ছেলে রজব সরকার ও একই এলাকার মো. ফজলুল হকের ছেলে দুর্জয়।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের বেপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু দৌলতপুর থেকে ভেড়ামারা আসছিলেন। ভেড়ামারা হাওয়া খালি এলাকায় রজব সরকার ও দুর্জয় তাদের পুলিশ  পরিচয়ে পথ রোধ করে। গাড়িতে অবৈধ মালামাল আছে দাবি করে তারা ব্যবসায়ীদের মারধর করতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে বেঁধে রাখে। পরে ভেড়ামারা থানা পুলিশ রজব সরকারের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১ টি ম্যাগজিন ও ১ টি বিদেশি চাকু উদ্ধার করে গ্রেপ্তার করা হয়।

    ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রকিবুল ইসলাম জানান, বিদেশি পিস্তল ও গুলি সহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Comments are closed.