ঢাকার টাইম
জানুয়ারি ৩১, ২০২৫
  • No Comments

    মেঘনা নদীর কুখ্যাত ডাকাত কানা জহিরের গুলিতে নিজ ডাকাত সদস্য নিহত দুইজন।

     

    অসংখ্য মাডার ও ডাকাতি মামলার আসামি জহির ওরফে কানা জহির.
    মেঘনা নদীতে ডাকাতি শুরু থেকেই করে আসছে।
    ডাকাত গুরুপের সদস্যরা তাদের ভাগবাটোয়ারা নিয়ে গ্যাঞ্জাম শুরু করলে ডাকাত সরদার জহির ২ জনকে গুলি করে

    পুলিশ নিয়মিত ডিওটি থাকা অবস্থায় দেখতে পায়।

    ডাকাত গুরুপ গুলাগুলি করছে. এলোপাতাড়ি গুলি করে.
    পুলিশ ও পাল্টা গুলি করে এতে ডাকাত জহির এর গুরুপের ২ জন নিহত হয় পুলিশ দেখতে পান। এবং পুলিশ সদস্য আহত হওয়ার খবর জানা যায়।
    ডাকাত কানা জহির এক পর্যায়ে দ্রুত গতিতে স্পিডবোট চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।..
    এ সময় আহত পুলিশ সদস্যরা অন্যান্য সদস্যদের নিয়ে হাসপাতালে চলে আসেন. এবং নিহত দুই ডাকাতকে অন্য ডাকাতরা হাসপাতালে নিয়ে যান পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    Comments are closed.