ঢাকার টাইম
জানুয়ারি ৩০, ২০২৫
  • No Comments

    রক্তের বন্ধন যুব উন্নয়ন সংস্থা সিলেট এর  কমিটি প্রকাশ

     

    মন্টু দাশ,  ব্যুরো প্রধান, সিলেট।

    মানবতার সেবায় নিয়োজিত রক্তের বন্ধন যুব উন্নয়ন সংস্থা সিলেট এর কেন্দ্রীয় কমিটি প্রকাশ। গত ২৬ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

    রক্তের বন্ধন সংস্থা রক্ত সংগ্রহ,  রক্তের গ্রুপ নির্ণয়, রক্ত দানে উৎসাহিত করা সহ সামাজিক কাজ করে থাকে। গত বছর থেকে ৪২১ ব্যাগ রক্ত দান করে রক্তের বন্ধন সংস্থা।

     

    এর সকল কার্যক্রম পরিচালনা করার জন্য ও সংগঠনের গতিশীলতা বৃদ্ধির জন্য আগামী ১ বছর এর জন্য ২৫ জন বিশিষ্ট নিম্নোক্ত প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হল সভাপতি: জাহিদুল ইসলাম লিটন  সহ-সভাপতি: সাকিব হুসাইন সহ-সভাপতি: আজমল চৌধুরী  সাধারণ সম্পাদক: শেখ কবির আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক: রেজাউল হক মিসবাহ ও সাংগঠনিক সম্পাদক: সুয়েব আহমেদ সহ-সাংগঠনিক সম্পাদক: রুমেল আহমেদ সহ-সাংগঠনিক সম্পাদক: ফারহান আহমেদ প্রচার সম্পাদক: রিয়াদ আহমেদ সহ-প্রচার সম্পাদক: কংকা পাল মুক্তা অর্থ সম্পাদক: আতিকুর রহমান নয়ন সহ-অর্থ সম্পাদক: রাহিদুল ইসলাম রকি ধর্ম সম্পাদক: শাহ মোঃ বশির উদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক: সাজন মিয়া ত্রাণ সম্পাদক: আল আমিন দপ্তর সম্পাদক: সাকেল আহমেদ সহ-দপ্তর সম্পাদক: রাকিব আলী সরদার স্বাস্থ্য সম্পাদক: সুমাইয়া বেগম রক্ত সম্পাদক: নাহিদ আহমেদ মহিলা সম্পাদক: লুবনা প্রিয়া সহ-মহিলা সম্পাদক: দিবা তালুকদার সদস্য: রেদওয়ান হুসাইন ইমন সদস্য: মাহিদুল ইসলাম সদস্য: তামান্না আক্তার সদস্য: জাকারিয়া ইসলাম,

    রক্তের বন্ধন যুব উন্নয়ন সংস্থা সিলেট এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হইলো,কমিটিতে অন্তর্ভুক্ত কারো বিরুদ্ধে সংগঠন পরিপন্থী কোন কার্যকলাপ প্রমাণিত হলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে।

    Comments are closed.