-
ভাষা সৈনিক বিজ্ঞানী আব্দুল লতিফ এর মৃত্যুবার্ষিকী আজ
-
নোয়াখালীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৬
এম বাদশা মিয়া ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌর এলাকায় অগ্নিকন্ডে চারটি ঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার ২টার দিকে হাজামপাড়া ৫নং ওয়ার্ডের আবদুল আলিমের বাড়ীতে এ অগ্নিকন্ডের ঘটনা ঘটে। আবদুল আলিমের বরাত দিয়ে তার ভাই অহিদুল জানান, আলিমের বসত ঘরে ভিতরে রাইস কুকার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দুপুর ২ টার একটি ঘরের উপরের অংশের সাথে লেগে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। মূহুর্তের মধ্যে আগুন পাশের আরও চারটি ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন প্রতিবেশী গালিম, তুহিন, ফজুল, লিটন, আক্তারুল, সম্রাট, সুজন, রিপন, ইয়াসিন, আরিফ, টিপু,প্রমুখ। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। শৈলকূপার ফায়ার সার্ভিসের টিম লিডার জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়ে এ আগুনের সূত্রপাত হতে পরে বলে জানা গেছে। শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা করা হবে তাৎক্ষণিক তিনি কম্বল পাঠিয়েছেন।