Md Badsha
জানুয়ারি ১৭, ২০২৫
  • No Comments

    শৈলকুপার মোশাররফ হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

    স্টাফ রিপোর্টার

    ঢাকা কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এই কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে ঢাকা কলেজ ছাত্রদলের ত্যাগী নেতা মোশাররফ হোসেন ধ্রুব যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সন্তান।মোশাররফ  হোসেন ধ্রুব ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।জানা গেছে, শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীসহ সকলের কাছে একটি বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।বিগত স্বৈরাচারী শাসনামলে দলের অনেকেই রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও ধ্রুবরা ছিলেন সক্রিয়। মিছিল-মিটিংসহ দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভূমিকা রেখেছেন।মোশাররফ হোসেন ধ্রুব বলেন, “আমরা সব সময় বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছি। ২৪-এর দ্বিতীয় স্বাধীনতায় ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী রক্ত দিয়েছেন। ভবিষ্যতে যেকোনো গণতান্ত্রিক ও ন্যায্য দাবির পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।”

    Comments are closed.