ঢাকার টাইম
জানুয়ারি ১৭, ২০২৫
  • No Comments

    শ্রীপুরে কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

     

    আনোয়ার হোসেন,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
    গাজীপুরের শ্রীপুরে কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশ সফল করতে শ্রীপুর পৌর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ জানুয়ারি সন্ধায় শ্রীপুর পৌর শাখা শিক্ষক কর্মচারি ঐক্যজোটের শ্রীপুর রেলস্টেশন সংলগ্ন অফিসে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
    শ্রীপুর পৌর শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আবিদা সুলতানা নাজনীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নাজমুল হুদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আহŸায়ক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: সাহাব উদ্দিন, গাজীপুর জেলার বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কেওয়া তমির উদ্দিন আলিম মাদরাসার উপাধ্যক্ষ আরিফ সরকার, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পৌর শাখার সহ-সভাপতি শাজাহান মোল্লা, মনির হোসেন, ফখরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহীন আল ফেরদৌস, সহ সাংগঠনিক সম্পাদক মো: ওয়াদুদ, অর্থ সম্পাদক আক্তার হোসেন, সহ অর্থ সম্পাদক মো: রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, সহ ক্রীড়া সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ হেল কাফি প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় কেন্দ্রীয় কমিটির আহŸায়ক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট গাজীপুর জেলার সাধারন সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম মাষ্টার বলেন- শিক্ষকদের অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যুগপথ আন্দোলন করতে হবে। সেই লক্ষ্যে আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল ও সার্থক করার কোন বিকল্প নেই। তাই আমরা এক যোগে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব অধ্যক্ষ সেলিম ভুইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষে মহাসমাবেশে উপস্থিত থেকে আমাদের দাবীগুলো নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করে যুগপথ আন্দোলনকে সফল করবো।

    Comments are closed.