ঢাকার টাইম
জানুয়ারি ৩১, ২০২৫
  • No Comments

    শ্রীপুর হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে যুবদলের শীতবস্ত্র বিতরণ

     

    মোহাম্মদ আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি-
    গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
    আজ শুক্রবার বিকালে কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের দরগা বাজারে যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
    গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
    এসময় আরও উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই স্বপন, কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মন্ডল, বিএনপির নেতা আতিকুল ইসলাম সুরুজ, লোকমান হোসেন, আলতাফ মন্ডল, আতাউর রহমান আতা প্রমুখ। অনুষ্ঠানে দুইতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    Comments are closed.