ঢাকার টাইম
জানুয়ারি ২৭, ২০২৫
  • No Comments

    সাফল্যের দারপ্রান্তে উন্মোচন কমিউনিস্ট পার্টি

     

    নিউজ ডেস্কঃ

    উন্মোচন কমিউনিস্ট পার্টি ইতোমধ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায়। ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম উপলক্ষে জেলা পর্যায়ে কমিটি গঠন ও গণসংযোগ শুরু করেছেন দলটির নেতৃবৃন্দ।

    একসূত্রে জানা যায়, ইতোমধ্যে খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, নড়াইল, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, রাজশাহী, সিলেট, হবিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা ও উপজেলা কমিটি গঠন কমপ্লিট।

    এবিষয়ে দলটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান জানান, আমরা জেলায় জেলায় তত্বাবধায়কগণ গণসংযোগ শুরু করেছেন। আমরা শীগ্রই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ে গিয়ে জেলা সমাবেশের মাধ্যমে কমিটিগুলো অনুমোদন দেওয়া হবে।

    মহাসচিব ডাঃ কাজী সোহেল রানা বলেন, আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তনের লক্ষ্যে কাজ করবো। আমরা সম্পূর্ণ পরিবারতন্ত্র থেকে বাংলাদেশের মানুষ কে বাহিরে নিয়ে জনগণের সরকার ও বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ শুরু করেছি। আমাদের সকল স্তরের নেতৃবৃন্দ এ লক্ষ্যে কাজ করবেন এবং নিজের নৈতিক অবস্থানে অটুট থাকবেন।

    কেন্দ্রীয় মুখপাত্র আলহাজ্ব সাইফুল ইসলাম বলেন, আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেব আমরা সেই লক্ষ্যেও কাজ করছি আমরা। দেশবাসী সকলকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানাতে হবে। আমাদের প্রচারিত ২৭ দফা দাবি ও নির্বাচনী ইশতেহার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

    উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হলরুমে দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন মহাসচিব ডাঃ কাজী সোহেল রানা।

    Comments are closed.