-
মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন এস আই (নিঃ)মোঃ মোশারফ হোসেন।
-
জাসাস এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক।
এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধি: “আমরা বহু, তবুও আমরা এক” শ্লোগানে শৈলকুপা স্বপ্নবাজ ফাউন্ডেশন (SSF) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ও ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত। বৃহস্পতিবার দিনব্যাপী অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন শৈলকুপা স্বপ্নবাজ ফাউন্ডেশন এসময় উপস্থিত ছিলেন, ডাক্তার এহতেশাম শহীদ এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বিসিএস (স্বাস্থ্য) পিজিটি (গাইনি এন্ড অবস) পিজিটি (সার্জারি) সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি) মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শৈলকুপা, ঝিনাইদহ। গাইনি ও সার্জারি বিষয়ে অভিজ্ঞ। ডাক্তার তৌহিদুর রহমান (এলহাম) এমবিবিএস (রাজ) পিজিটি (শিশু) সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি) শিশু ও মেডিসিন বিষয়ে অভিজ্ঞ। ডাক্তার জান্নাতুল আলম (জেভি) এমবিবিএস, এফসিপিএস (Part-1) গাইনি অ্যান্ড অবস, সিএমইউ (আল্ট্রাসনোগ্রাফি) গাইনী ও প্রসূতি রোগের চিকিৎসক ও সার্জন। প্যাথোলজিস্ট জেএম সোহান ফান্ডেশনের সকল মানবিক যোদ্ধারা।