Md Badsha
জানুয়ারি ১৯, ২০২৫
  • No Comments

    শৈলকুপায় দুদিন ব্যাপী বইমেলা ও পিঠা উৎসবের উদ্বোধন

     

    এম বাদশা মিয়া ঝিনাইদহ  প্রতিনিধি :
    তারণ্যের উৎসব ২০২৫ এর বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের শৈলকুপায় দুদিন ব্যাপী বইমেলা ও পিঠা উৎসব এর শুরু হয়েছে গতকাল।
    ১৯ জানুয়ারি রবিবার সকালে ফিতা কেটে বইমেলা ও পিঠা উৎসব এর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ সেলিম জাহাঙ্গীর, সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী, পথ প্রকাশনের স্বত্বাধিকারী ও শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীর অরণ্য সহ বিভিন্ন পাঠাগারের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বই বইমেলায় পথ প্রকাশন, আত্মবিকাশ প্রকাশনী, জ্ঞানতীর্থ পুস্তক ঘর, পাঠশীলন, বিএসডি ক্লাব এন্ড পাঠাগার,
    গোলাম রসুল স্মৃতি পাঠাগার, কবি গোলাম মোস্তফা স্মৃতি গণপাঠাগার, কাতলাগাড়ি পাবলিক লাইব্রেরি, বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান পাঠাগার, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরি এবং এনএম খান পাবলিক লাইব্রেরি অংশগ্রহণ করছে। এছাড়া মহিলা সংস্থা, শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান পিঠা উৎসবে অংশ গ্রহণ করে। মেলা উদ্বোধন শেষে এসিল্যান্ড এসএম সিরাজুস সালেহীন বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

    Comments are closed.