ঢাকার টাইম
ফেব্রুয়ারি ৪, ২০২৫
  • No Comments

    তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার

    সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার ব্যাংকের চেক দিয়ে উদ্ধার হওয়ার ঘটনা ঘটেছে।এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, গতকাল(৩ ফেব্রুয়ারী)সোমবার বিকেলে উপজেলার কামার গাঁ ইউনিয়নের মাদারীপুর বাজারে।তহশিলদার কাওসার আলীর এমন কান্ডে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে কঠোর শাস্তি মূলক বদলির দাবি।ঘটনা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে,তানোর উপজেলার কামার গাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের প্রভাষক নাজমুল চৌধুরী তার জমি খারিজ খাজনার জন্য কামার গাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর শরণাপন্ন হন।আর সেই সুযোগে তহশিলদার কাওসার আলী জমি খারিজ খাজনার নামে বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে থেকে ২লক্ষ ৩০হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু খারিজ খাজনা না করে আবারো টাকার জন্য প্রভাষক নাজমুল চৌধুরী কে চাপ দেন তহশিলদার কাওসার আলী।এতে করে তহশিলদার কাওসার আলীর উপরে ক্ষিপ্ত হয়ে টাকা দেয়ার নাম করে মাদারীপুর বাজারে ডাকেন তহশিলদার কাওসার আলীকে।এসময় মাদারীপুর বাজারে প্রভাষক নাজমুল চৌধুরীর কাছে এসে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে তহশিলদার কাওসার আলী কে আটক করে বাজারের জনগণ।কিন্তু তদবিরের মাধ্যমে ২লক্ষ টাকার চেক দিয়ে ঘটনাস্থল থেকে রক্ষা পেয়ে সটকে পড়েন তহশিলদার কাওসার আলী।অন্যদিকে তহশিলদার কাওসার আলীর এমন জঘন্য ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একের পর এক ফাঁস হতে শুরু করেছে সকল দুর্নীতির গোমর।অভিযোগ উঠেছে, তহশিলদার কাওসার আলী বিপুল অর্থের বিনিময়ে কৃষি জমি শ্রেণী পরিবর্তন না করে পুকুর খননে সহযোগিতা করে চলেছেন।এমনকি পুরাতন পুকুর সংস্কার করলেও দিতে হয় তহশিলদার কাওসার আলীকে টাকা।এবিষয়ে প্রভাষক নাজমুল চৌধুরী জানান,তহশিলদার কাওসার আলী আমার জমি খারিজ করে দেয়ার নামে ২লক্ষ ৩০ হাজার টাকা নিয়েও জমি খারিজ করে না দিয়ে উল্টো আরো টাকার জন্য চাপ দেন।ফলে বাধ্য হয়ে ঘুষ দেয়ার নামে তাকে হাতেনাতে ধরা হয়েছে।সে স্থানীয় গণ্যমান্য লোকজনদের মাধ্যমে আমাকে ২লক্ষ টাকার ব্যাংক চেক দিয়ে রক্ষা পেয়েছে।এবিষয়ে জানতে কামার গাঁ ইউনিয়ন তহশিলদার কাওসার আলীর সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করে বলেন,প্রভাষক নাজমুল চৌধুরী আমার কাছে ধারের টাকা পেত।সেই টাকা নিয়ে একটু ঝামেলা হয়েছিল।আবার সমাধান করাও হয়েছে।এসব নিয়ে খবর প্রকাশ করার কিছু নাই বলে দাম্ভিকতা দেখান তহশিলদার কাওসার আলী।এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মাসতুরা আমিনা বলেন আমি এ ঘটনার বিষয়ে কিছু জানিনা।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোঃখায়রুল ইসলাম বলেন,এমন ঘটনা আমার জানা নাই,তবে এমন ঘটনা হয়ে থাকলে খোঁজ খবর নিয়ে তহশিলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    Comments are closed.