ঢাকার টাইম
ফেব্রুয়ারি ৫, ২০২৫
  • No Comments

    তানোরে নানা আয়োজনে সমাজসেবা কার্যালয়ের তারুণ্যের উৎসব পালন

    সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি

    রাজশাহীর তানোর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নানা কর্মসূচিতে তারুণ্য উৎসব-২০২৫পালিত হয়েছে।মঙ্গলবার(৪ ফেব্রুয়ারি)”এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”-প্রতিপাদ্যে উপজেলা পরিষদ হলরুমে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়।দুই দিনব্যাপি অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব ,গৃহস্থলী কাজে নারী-পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরন,পরিষ্কার- পরিচ্ছন্নতা,জুলাই বিপ্লব-২০২৪ ও উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরিকরন বিষয়ে আলোকপাত করা হয়।উক্ত অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:খায়রুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন, তানোর উপজেলা মৎস্য কর্মকতা বাবুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃওয়াজেদ আলী,পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সোহেল রানা সহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষ।দিবসের কর্ম সূচির মধ্যে ছিল পরিস্কার পরিছন্নতা অভিযান,বেকারত্ব দূরীকরণ নিরাপদ মাতৃত্ব সংক্রান্ত বিষয় এবং প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তকরণ ও বিভিন্ন শিক্ষা মূলক আলোকপাত করা হয়।আলোচনা শেষে কবিতা আবৃত্তি,নাচ ও গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

     

     

    Comments are closed.