ঢাকার টাইম
ফেব্রুয়ারি ৩, ২০২৫
  • No Comments

    তানোরে সাইকেল থেকে পড়ে যুবকের অকাল মৃত্যু!

     

    তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন- টুটুল।

    তানোর উপজেলার ৫নং তালন্দ ইউনিয়নের মোহর (হাকিম বাজার) মোড়ে সাইকেল থেকে পড়ে গিয়ে শাখাওয়াত হোসেন (১৮) নামের এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে।

    নিহত এসএম শাখাওয়াত হোসেন তানোর কারিগরি কলেজের ট্রেড-ইন্সপেক্টর খালেদুর রহমানের একমাত্র পুত্র সন্তান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ২- ফেব্রুয়ারী (রবিবার) বিকাল ৫-৩০ মিনিটের দিকে এসএম শাখাওয়াত হোসেন তার বাইসাইকেল চালিয়ে মোহর হাকিম বাজারে যাচ্ছিলেন।হঠাৎ সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়।
    এসএম শাখাওয়াত হোসেনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যগণ।

    তানোর কারিগরি কলেজের শিক্ষক, শিক্ষিকা ও সহপাঠীদের মাঝে এসএম শাখাওয়াত হোসেনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
    তানোর কারিগরি কলেজের শিক্ষক, শিক্ষিকা ও সহপাঠীরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

    এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    Comments are closed.