-
ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
-
নওগাঁর বদলগাছীতে বিনামূল্যে বই বিতরণ না করে অর্থ লেনদেন। এলাকাবাসীর মধ্যে ক্ষোভ
-
নিম্ন আদালতে জামিন নিতে গিয়ে ৫- ইউপি চেয়ারম্যানসহ ৯- আওয়ামী লীগ নেতা কারাগারে।
এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২ নং নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুড়িডাঙ্গা গ্রামের সাইফুল খন্দকারে পালিত মেয়ে তাবাচ্ছুম (২) । ঘটনা স্থলে যেয়ে বোঝা যায় এই বাচ্চা মাত্র হাটতে শিখেছে। খেলার ছলে হাটাহাটি করতে করতে বাড়ির পাশে পুকুরের ধারে চলে গেলে পা পিছলে পাকুরে পানিতে পরে যায়। পরে তার মা বাবা সহ পাড়ার লোক খোঁজাখুঁজি করতে থাকলে পুকুরের পানিতে তার লাশ ভাসতে থাকে। পরে লোকজন শিশুটির লাশ উপরে উঠিয়ে আনে। এবং স্থানীয় হাটফাজিলপুর ক্যাম্পে ফোন দেয়। এই ঘটনার খবর পেয়ে হাটফাজিলপুর ক্যাম্পের ইনর্চাজ এস আই গৌরাঙ্গ তার সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। কারোর কোন অভিযোগ না থাকাই শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।