Md Badsha
ফেব্রুয়ারি ৪, ২০২৫
  • No Comments

    শৈলকুপায় পানিতে ডুবে প্রাণ গেলো তাবাচ্ছুন নামের এক শিশুর 

    এম বাদশা মিয়া ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২ নং নিত‍্যানন্দপুর ইউনিয়নের কাকুড়িডাঙ্গা গ্রামের সাইফুল খন্দকারে পালিত মেয়ে তাবাচ্ছুম (২) । ঘটনা স্থলে যেয়ে বোঝা যায় এই বাচ্চা মাত্র হাটতে শিখেছে। খেলার ছলে হাটাহাটি করতে করতে বাড়ির পাশে পুকুরের ধারে চলে গেলে পা পিছলে পাকুরে পানিতে পরে যায়। পরে তার মা বাবা সহ পাড়ার লোক খোঁজাখুঁজি করতে থাকলে পুকুরের পানিতে তার লাশ ভাসতে থাকে। পরে লোকজন শিশুটির লাশ উপরে উঠিয়ে আনে। এবং স্থানীয় হাটফাজিলপুর ক‍্যাম্পে ফোন দেয়। এই ঘটনার খবর পেয়ে হাটফাজিলপুর ক‍্যাম্পের ইনর্চাজ এস আই গৌরাঙ্গ তার সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হন। কারোর কোন অভিযোগ না থাকাই শৈলকুপা থানায় একটি অপমৃত‍্যু মামলা রুজু  হয়েছে।

    Comments are closed.