রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর সাদমান হত্যার পলাতক আসামী আবু নাসারকে ৭ বছর পর গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।মামলার তথ্য থেকে জানা যায়, ২০১৫ সালের ২১ শে ফেব্রুয়ারী সাদমান নামের এক স্কুল ছাত্রকে হত্যার দায়ে উপজেলার বিরাব গ্রামের সিদ্দিকুল্লাহ মাষ্টারের ছোট ছেলেকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন সাদমানের বাবা। দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর গতকাল রুপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।উল্লেখ্য আবু নাসার হত্যা ও চেক জালিয়াতি নামলায় ৭ বছর যাবত পলাতক ছিল। সাদমান হত্যা মামলার মোট ৫ জনকে আসামী করে ২০১৫ সালে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার প্রধান আসামী করা হয় আবু নাসেরকে, আন্যারা হলেন, মাজেদা বেগম, আবু মাছুম, আবুল বাশার, শেখ মাহমুদা।এর মধ্যে সকল আসামী গ্রেফতারের পর জামিনে বের হলেও ২ নং আসামী মাছুৃম দীর্ঘ ৬ বছর হাজত বাসের পর জামিন লাভ করে। কিন্তু আবু নাসের সাদমান হত্যার পর থেকে আত্নগোপনে ছিল।