মোঃ সফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় বাক প্রতিবন্ধী ফাতেমা গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের দাবি করছে ইশারা ইংগিতের মাধ্যমে। তাঁর পিতা গরীব অসহায় রফিকুল লম্পট হালিমের বিচার দাবি করেছেন। লম্পট হালিম পলাতক রয়েছে। এলাকাবাসী প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার চাদখালী ইউনিয়নের ধামমরাইল গ্রামের মৃত করিম মোড়লের ছেলে হালিম (৪৮) রফিকুল গাজীর বাড়ীর পাশ দিয়ে তাদের জমিতে যাতায়াত করিত।সেই সুবাদে হালিম মাঝে মধ্যে রফিকুলের বাড়ীতে যাওয়া আশা করতো। হালিম সুযোগ বুঝে রফিকুল ও তার স্ত্রী বাড়ীতে না থাকার সুযোগে রফিকুলের বাক প্রতিবন্ধ কন্যা ফাতেমা (৩০) কে ফুঁসলিয়ে অবৈধ মেলামেশা করতো। এক পর্যায়ে প্রতিবন্ধী ফাতেমা গর্ভবতী হয়ে পড়ে।৪/৫ মাস পর ফাতেমার মা বিষয়টি ফাতেমার কাছে জানতে চাইলে ফাতেমা ইশারা ইঙ্গিতে মৃত্যু করিম মোড়লের ছেলে হালিমের নাম বলে। তখন এলাকার মেম্বার জুলফিকার মোড়ল কে জানালে হালিম মেম্বারের গ্যাতি ভাই হওয়ায় তিনি কোন বিচার না করে হালিম কৌশলে বাড়ি থেকে সরিয়ে দেয়।এ ব্যাপারে হালিমের বাড়িতে যেয়ে না পেয়ে মেম্বার জুলফিকারের কাছে জানতে চাইলে জানান, হালিম এ কাজ করেনি,ডি এন এ পরীক্ষা করলে প্রমান পাওয়া যাবে।প্রতিবন্ধী ফাতেমার পিতা রফিকুল গাজী জানান, মেম্বার জুলফিকার হালিম মোড়ল সহ ৪ জন ছেলে কে এক জায়গায় এনে আমার বাক প্রতিবন্ধী মেয়ে ফাতেমার কাছে জানতে চাইলে হালিম কে দেখিয়ে দেয়। এলাকাবাসী ফাতেমার গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।