স্টাফ রিপোর্টার: মোঃ মুশফিকুর রহমান।
ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র মরহুম শেখ রাসেলের ৫৯-তম জন্মদিন পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে ঈশ্বরদী আওয়ামীলীগ কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ঈশ্বরদী প্রেসক্লাব ও ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি তার পরিবারের সকল শহীদ সদস্যদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোস্তাক আহম্মেদ কিরণ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, ঈশ্বরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সম্পাদক মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিশুক প্রধান, প্রচার প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, ক্রীড়া সম্পাদক, ওয়াহেদ আলী সিন্টু, নির্বাহী সদস্য স্বপন কুমার কুন্ডু, আ ত ম শহীদুজ্জামান নাসিম, ওহিদুজ্জামান টিপু, কাল বেলার ঈশ্বরদী প্রতিনিধি গোপাল অধিকারী, সংবাদ ভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, মানব জমিন ঈশ্বরদী প্রতিনিধি রিয়াদ হোসেন, দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সৌরভ কুমার কৃষ্ণ সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।