
মোঃ ইকরামুল হক রাজিব
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রাকৃতিক ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে ফের চোরা শিকারিদের তৎপরতা রুখে দিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হুলার ভারানী খাল এলাকা থেকে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে বনপ্রহরীরা ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। অভিযানের সময় চার চোরা শিকারি বনপ্রহরীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টহল দল বৃহস্পতিবার ভোর রাতে হুলার ভারানী খালে অভিযান চালায়। অভিযানে চোরা শিকারিদের ফেলে যাওয়া একটি নৌকা থেকে ৪২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এছাড়া শিকারিরা ব্যবহৃত নৌকাটিও জব্দ করে বন বিভাগ।
সুরজিৎ চৌধুরী জানান, “চোরা শিকারিরা বনপ্রহরীদের উপস্থিতি বুঝতে পেরে গভীর বনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে নৌকার ভেতর থেকে হরিণের মাংস পাওয়া যায়। উদ্ধার করা মাংস কেরোসিন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং মাটিচাপা দিয়ে নিঃশেষ করা হয়।”
এই ঘটনায় পলাতক চার চোরা শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হরিণ নিধন একটি দণ্ডনীয় অপরাধ এবং বনের জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় চোরা শিকার রোধে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা।