
রাকিবুল ইসলাম তুরান
রিপোর্টার,ফরিদপুর।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়ে সম্প্রতি ব্যাপক অসন্তোষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। ৫০ শয্যার এই সরকারি হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫০ জনের মতো রোগী ভর্তি থাকেন, যা হাসপাতালের ধারণক্ষমতার তুলনায় তিন গুণ বেশি। জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হাসপাতালে উপচে পড়া ভিড় দেখা যায়। তবে শয্যা সংকটের কারণে অনেক রোগীকেই মেঝেতে বা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসক ও নার্স সংকটের কারণে সেবা ব্যাহত হচ্ছে এবং অনেক সময় রোগীদেরকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।
একজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে একজন ডাক্তার ৩০-৪০ জন রোগী দেখেন। বেড নেই, সেবা নেই, এমন একটা হাসপাতালে আমরা কীভাবে চিকিৎসা পাব?”
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ অনেক বেশি হওয়ায় সীমিত জনবল ও সরঞ্জাম দিয়ে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। তবে জনবল, ওষুধ ও শয্যা বৃদ্ধি করা না গেলে এই সংকট নিরসন সম্ভব নয় বলে স্বীকার করেন তারা।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, বোয়ালমারী উপজেলাটি আয়তন ও জনসংখ্যার দিক থেকে গুরুত্বপূর্ণ হলেও এখানকার স্বাস্থ্যসেবার মান খুবই নাজুক। দ্রুত হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও প্রযুক্তি সরবরাহ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এলাকাবাসীর দাবি, স্বাস্থ্য খাতে অব্যবস্থা ও অবহেলা দূর করে একটি আধুনিক, কার্যকর ও রোগীবান্ধব ১০০ সয্যা হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে, যা উপজেলার জনগণের ন্যূনতম স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিত করতে পারে।