
সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি:
সারা দেশের মতো রাজশাহীর তানোর মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ পালিত হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ফুটে ওঠে গ্রামবাংলার ঐতিহ্য,কৃষক-কৃষানির জীবনচিত্র এবং লোকজ সংস্কৃতির মনোমুগ্ধকর উপস্থাপনা ।কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা নানা ব্যানার,ফেস্টুন ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন প্রগতিশীল চিন্তা ও বাংলা সংস্কৃতির সমৃদ্ধ রূপ।আয়োজন ছিল ঢাক-ঢোলের তালে বর্ণিল শোভাযাত্রা,বৈশাখী মেলা,পান্তা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।সবার জন্য উন্মুক্ত পান্তা উৎসব অনুষ্ঠানের ছিল অন্যতম আকর্ষণ,যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।এসময় কলেজের অধ্যক্ষ অনুকূল কুমার ঘোষ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
সহকারী অধ্যক্ষ মোর্শেদ আলী,প্রভাষক জাহিদ হোসেন, প্রভাষক মুনসেফ আলী,প্রভাষক সোহেল রানা সহ কলেজের সকল শিক্ষক কর্মচারীগন উপস্থিত ছিলেন।অনুকূল কুমার ঘোষ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,“বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ।আমাদের সংস্কৃতির মধ্যেই রয়েছে সেই বৈচিত্র্যের ছাপ।এই বৈচিত্র্য কে সম্মান জানিয়ে,ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়,এটি আমাদের জাতীয় ঐতিহ্যের প্রতীক।তিনি আরও বলেন,“নতুন বছর নতুন সম্ভাবনা নিয়ে আসে।আসুন আমরা সবাই মিলে—ধর্ম-বর্ণ নির্বিশেষে—এই দেশের উন্নয়নে কাজ করি এবং ভ্রাতৃত্ববোধে গড়ে তুলি এক ঐক্যবদ্ধ সমাজ।