তানোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৪

সুজন তানোর (রাজশাহী) প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময় বীরমুক্তি যোদ্ধা সংসদ,শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি ও বেসর কারি প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তি যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাৎ কামনাকরে মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করাহয়।এছাড়াও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে র‌্যালি,দোয়া মাহফিল এবং‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এরপর ডাক বাংলো মাঠ প্রাঙ্গনে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,বেলুন,ফেষ্টুন ও পায়রা উড়ানো, আলোচনা ও কুচকাওয়াজ,পুরস্কার বিতরণ এবং পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এসব অনুষ্ঠান পুলিশ,আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান ময়না।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তি যোদ্ধা ওহাব হোসেন,তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বার্নবাস হাসদাক ও থানার ওসি আব্দুর রহিম ছাড়াও ভাইস চেয়ারম্যান মো.আবু বাককার সিদ্দিক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান,উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ,উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খাঁন,ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।